আসন্ন ঈদ উপলক্ষে ‘খোঁজ নিয়েছেন’ এর ব্যবস্থাপনায় মিরপুর পুলিশ বেশকিছু অভিনব উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিরপুর বিভাগের দারুসসালাম জোনের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার মাহমুদা আফরোজ লাকী।
তিনি জানান, ১৫০টি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য ঈদের দিনের জন্য পোলাও, মাংস, সেমাইয়ের আয়োজন ছাড়াও মোট সাতদিনের খাদ্যসামগ্রী নিয়ে থাকছে ঈদ উপহার।
এডিসি মাহমুদা আফরোজ লাকী আরও জানান, আরলা ফুডস দেওয়া ডানো দুধের আরেকটি বড় অংশ ঢাকার বাইরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ১৬০টি সাঁওতাল পরিবারের জন্যও পাঠানো হয়েছে। প্রখ্যাত আইনবিদ ড. মিজানুর রহমানের এলকপের মাধ্যমে সাঁওতাল পরিবারদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। তারই সঙ্গে ‘খোঁজ নিয়েছেন’ প্ল্যাটফর্ম থেকে ডিএমপির মিরপুর বিভাগের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে ডানো গুঁড়ো দুধ। শুধু তাই নয়, মিরপুরসহ অন্যান্য এলাকা থেকে আসা খাবারের চাহিদায় বৃদ্ধ, শিশু আছে এমন কিছু পরিবারকেও পাঠানো হচ্ছে ডানো গুঁড়ো দুধ। এডিসি মাহমুদা আফরোজ লাকী বলেন, এ পর্যন্ত মোট ৮শ পরিবারের মধ্যে আমরা বিতরণ করতে সক্ষম হয়েছি ডানোর এই আইটেমটি।
তিনি বলেন, এভাবে বেসরকারি প্রতিষ্ঠান, কর্পোরেট ও ব্র্যান্ড যত বেশি এগিয়ে আসবে মিরপুর পুলিশ তত বেশি মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পারবে।
আরলা ফুডসের অব সেলস মাহের এ খোদা বলেন, এই দুর্যোগের সময় পুলিশের মিরপুর ডিভিশন যেভাবে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের পাশে এগিয়ে এসেছে তা আমাদের মুগ্ধ করেছে। তাই এ সময় সাধারণ মানুষের পুষ্টির চাহিদা মিটিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে ডানো পাওয়ার পাউডার মিল্ক নিয়ে আমরা এসেছি তাদের পাশে ‘খোঁজ নিয়েছেন’ প্ল্যাটফর্মে।
আরলা ফুডসের হেড অব মার্কেটিং গালিব বিন মোহাম্মদ বলেন, মিরপুর পুলিশের এই কার্যক্রমকে আরো কিভাবে সহায়তা করা যায় সেটি নিয়ে আমরা তৎপর আছি। পাশাপাশি গালিব বিন মোহাম্মদ অন্যন্য স্থানীয় ও মাল্টিন্যাশনাল ব্র্যান্ডকে মিরপুর পুলিশের ‘খোঁজ নিয়েছেন’ প্ল্যাটফর্মের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের ‘খোঁজ নিয়েছেন’ প্ল্যাটফর্মের মিডিয়া পার্টনার ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর।
ডিএমপির মিরপুর বিভাগের এ কার্যক্রমের সার্বিক পিআর অ্যান্ড কমিউনিকেশনের দায়িত্বে আছে ব্র্যান্ড কনসোর্টিয়াম।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মে ১২, ২০২০
এএটি