সম্প্রতি প্রাণ গ্রুপের পক্ষ থেকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলামের কাছে দুইটি উইস্ক কেবিন হস্তান্তর করা হয়।
অন্যদিকে রোববার ভোলা সদর হাসপাতালকে একটি কেবিন দেওয়া হয়।
প্রাণ গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, বর্তমানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশসহ বিভিন্ন পেশার সঙ্গে জড়িত ব্যক্তিরা জীবনবাজী রেখে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। এটি করতে গিয়ে অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন। করোনা ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে রোগ। যারা কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহ করছেন তাদের কেউ কেউ সংক্রমিত হচ্ছেন। নমুনা সংগ্রহের বুথে থাকা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে উইস্ক কেবিন দিয়েছি।
এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে তিনটি এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালকে একটি কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগহের বুথ দেয় প্রাণ গ্রুপ।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মে ১৩, ২০২০
এএটি