বুধবার (১৩ মে) ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশ জারি করা হয়।
এতে বলা হয়, প্রচলিত বিধি অনুযায়ী প্রতি বাংলা বছরের ৩০ চৈত্রের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে।
কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৬ মে পর্যন্ত ঘোষিত সাধারণ ছুটি থাকায় এই সময়েও কর আদায় করা সম্ভবপর হবে না মর্মে প্রতীয়মান হচ্ছে। এছাড়া পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটিও আসন্ন। এ অবস্থায় সাধারণ ও সংস্থা নির্বিশেষে সব শ্রেণির ভূমি উন্নয়ন কর আদায়/পরিশোধের সুবিধার্থে আগামী ০১ আষাঢ় বা ১৫ জুন পর্যন্ত ভূমি উন্নয়ন কর আদায়ের সময়সীমা পুনরায় বাড়িয়েছে ভূমি মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মে ১৩, ২০২০
জিসিজি/টিএ