মঙ্গলবার (১৯ মে) সকালে সাত পদাতিক ডিভিশন শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে ও ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব আঙ্গারিয়ার নদীর তীর থেকে মোসা. রিজিয়া বেগমের সবজি ক্ষেত থেকে টাটকা সবজি ক্রয় করেন।
পর্যায় ক্রমে সবার কাছ থেকে সবজি কেনা হবে।
রিজিয়া বেগম বাংলানিউজকে জানান, তিনি ৫০ শতক জমিতে বিভিন্ন প্রকারের সবজির চাষ করেছেন। তিনি ১২ মাসেই সবজি বিক্রি করে সংসার পরিচালনা করেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে সবজি বিক্রি না হওয়ায় ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী তার কাছ থেকে সবজি ক্রয় করায় সন্তোষ প্রকাশ করেছেন।
২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর মো. সাইদ জানান, আমরা সেনাবাহিনীর সাত পদাতিক ডিভিশন শেখ হাসিনা সেনানিবাস থেকে এখানে এসেছি। খোঁজ নিয়ে জানতে পেরেছি করোনা ভাইরাসের এ দুর্যোগের সময় গ্রামাঞ্চলের প্রান্তিক চাষিরা ন্যায্যমূল্যে সবজি বিক্রয় করতে পারছে না। মধ্যসত্ত্বভোগীরা তাদের কাছ থেকে কম দামে কিনে শহরে নিয়ে বেশি মূল্যে বিক্রি করছেন। এতে করা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক চাষিরা। এ কারণে আমরা স্থানীয় কৃষক রিজিয়া বেগমের কাছ থেকে বিভিন্ন ধরনের সবজি ক্রয় করেছি। আর শুধু এ অঞ্চলেই নয় বরিশাল বিভাগের অন্য অঞ্চলেও আমাদের এ কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ১৯, ২০২০
এমএস/ওএইচ/