রোববার (৩১ মে) দুপুরে ৪২টি ওয়াগানে ভারত থেকে ২ হাজার ৬০০ মেট্রিক টন শুকনা মরিচ, হলুদ ও আদা আমদানি হয়। এটি বেনাপোল রেলপথে প্রথম খাদ্যদ্রব্য জাতীয় কোনো পণ্যের আমদানি হলো।
বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা নাইম মিরণ বাংলানিউজকে বলেন, বর্তমানে স্থলপথে আমদানি বন্ধ রয়েছে। বিশেষ ব্যবস্থায় এসব পণ্য রেলপথে আমদানি হচ্ছে। আশা করা যাচ্ছে এভাবে বাণিজ্য চালু থাকবে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করছি।
আমদানিকারকের প্রতিনিধি বাদশা বাংলানিউজকে বলেন, করোনা পরিস্থিতিতে স্থলপথে আমদানি বন্ধ থাকায় আমাদের এসব পণ্য দীর্ঘ আড়াই মাস যাবত ভারতের পেট্রাপোল বন্দরে আটকা থেকে অনেক লোকশান হচ্ছিল। অবশেষে কাস্টমস কর্তৃপক্ষের প্রচেষ্টায় রেলপথে এসব পণ্য ঢুকেছে। এতে আমরা কিছুটা হলেও ক্ষতির হাত থেকে বাঁচবো।
বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান বাংলানিউজকে বলেন, আমদানি করা খাদ্যদ্রব্যের চালান ছাড় করাতে কাস্টমস ও রেলওয়ের আনুষ্ঠানিকতা চলছে। কাজ সম্পূর্ণ হলে চালানটি ছাড় দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ৩১, ২০২০
এসআরএস