ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনা: বেসিক ব্যাংকের ইসলামপুর শাখা লকডাউন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুন ১, ২০২০
করোনা: বেসিক ব্যাংকের ইসলামপুর শাখা লকডাউন বেসিক ব্যাংকের লোগো

ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় রাজধানীতে বেসিক ব্যাংকের ইসলামপুর শাখা লকডাউন করে ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১ জুন) ব্যাংকের শাখা তদারকি বিভাগের উপ মহাব্যবস্থাপক মো. মাহাবুবুল আলম স্বাক্ষরিত এক পরিপত্রে এ খবর জানানো হয়।

শাখার কর্মকর্তা-কর্মচারীসহ গ্রাহকদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাংকের ব্যবস্থাপনার সিদ্ধান্ত মোতাবেক শাখাটি লকডাউন করা হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়।

ওই শাখার ব্যবস্থাপকসহ আটজন কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুন ০১, ২০২০
এসই/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।