কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাস পর্যন্ত রেমিটেন্স এসেছে ১ হাজার ৬৩৬ কোটি ডলারের। আগের বছরের মে মাসে প্রবাসীদের পাঠানো আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৫০৫ কোটি ডলার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এপ্রিল মাসে প্রবাসীরা দেশে ১০৮ কোটি ৬০ লাখ ডলার পাঠিয়েছেন। আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ কোটি ৮০ লাখ ডলার বা ২৪ দশমিক ২৭ শতাংশ কম। মার্চ মাসে পাঠিয়েছেন ১২৭ কোটি ৭৬ লাখ ডলার। যা আগে ফেব্রুয়ারি মাসের তুলনায় ১২ দশমিক ৪৮ শতাংশ কম।
সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রভাবে কমবেশি সবারই আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। যারা মাসিক বেতনের বাইরে নিজেরা ইনকাম করেন, তারা বেকার হয়ে পড়েছেন। আবার অনেকেই বাসা থেকে বের হতে না পারায় দেশে অর্থ পাঠাতে পারছেন না। সবকিছু মিলিয়ে ঈদের মাস হওয়ার পরও রেমিটেন্স কমেছে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ০২, ২০২০
এসই/ওএইচ/