সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পালসার এনএস রেঞ্জের বাইকগুলোতে ২২ হাজার ৭৩ টাকা পর্যন্ত, পালসার ১৫০ রেঞ্জে ১০ হাজার টাকা পর্যন্ত, ডিসকাভার রেঞ্জে ৭ হাজার টাকা পর্যন্ত, প্ল্যাটিনাতে ৬ হাজার টাকা এবং সিটি ১০০-তে চলছে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়।
এই সময়ে ক্রেতাদের সুবিধার জন্য বাজাজ মোটরসাইকেলস এবং উত্তরা মোটরস তাদের ওয়েবসাইটে অনলাইন বুকিংও চালু করেছে- https://bangladesh.globalbajaj.com/en/book-now নিরাপত্তার বিধি মেনে চলার শর্তে নির্দিষ্ট কিছু স্থানে শোরুম আর ওয়ার্কশপ চালু করতে সরকার যখন অনুমোদন দিয়েছেন, তখন বাজাজ মোটরসাইকেলস এবং উত্তরা মোটরসের শোরুম আর ওয়ার্কশপগুলো খোলা থাকছে ক্রেতা ও কর্মীদের সুরক্ষার স্বার্থে জীবাণুনাশকের প্রয়োগসহ সর্বোচ্চ সতকর্তার মধ্য দিয়ে।
অফারটি চলবে স্টক থাকা পর্যন্ত। যেকোনো প্রয়োজনে কল করা যাবে ০৯৬৭৮-৩৩৩৮৮৮ নম্বরে। *শর্ত প্রযোজ্য
উত্তরা মোটরস লিমিটেড অটোমোবাইল আমদানি, অ্যাসেম্বেলিং আর মার্কেটিংয়ের ক্ষেত্রে শীর্ষস্থানীয় ও খ্যাতিমান একটি কোম্পানি। বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে যাদের ব্যবসায়ের অংশ ৪০ শতাংশেরও বেশি। নিজস্ব ১৫টি শাখা অফিস এবং ৩০০ থ্রি-এস (সেইল, সার্ভিস, স্পেয়ার) ডিলার সেন্টারের মাধ্যমে বিগত ৪ দশক ধরে জনপ্রিয় এবং সর্বাধিক বিক্রিত বাজাজ মোটরসাইকেল বাজারজাত করছে উত্তরা মোটরস। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বিক্রয়োত্তর সেবাও দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে উত্তরা মোটরস-ই ভারতের এ বাজাজ মোটরসাইকেলের একমাত্র পরিবেশক।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুন ০৩, ২০২০
ওএইচ/