বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় তিনি বিএসইসি’র চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষৎ করেন।
জানা গেছে, পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি’র সঙ্গে কাজ করার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান।
এছাড়া বন্ডসহ অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে আশ্বস্ত করেছেন গ্রামীণফোনের সিইও।
দু’পক্ষের বৈঠক শেষে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম সাংবাদিকদের বলেন, পুঁজিবাজারের উন্নয়নে উভয়পক্ষ একসঙ্গে কাজ করার বিষয়ে ঐক্যমত পোষণ করেছে। পুঁজিবাজারে নতুন নতুন বন্ডসহ অন্যান্য ব্যাপারে একসঙ্গে কাজ করা হবে।
বাংলাদেশ সময়: ০১০৮ ঘন্টা, জুন ০৫, ২০২০
এসএমএকে/এমএমএস