ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারের উন্নয়নে একসঙ্গে কাজ করবো: বিএসইসি চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, জুন ৫, ২০২০
পুঁজিবাজারের উন্নয়নে একসঙ্গে কাজ করবো: বিএসইসি চেয়ারম্যান

ঢাকা: পুঁজিবাজারের উন্নয়নে সকলে একসঙ্গে কাজ করবো বলে জানিয়েছেন নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বৃহস্পতিবার (৪ জুন) পুঁজিবাজারে সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্যে সাক্ষাতে তিনি একথা বলেন।

চেয়ারম্যান বলেন, নতুন এই কমিশন সকলের সঙ্গে সমন্বয় করে বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করবে।

শক্তিশালী পুঁজিবাজার গড়তে গঠনমূলক লেখনীর মাধ্যমে বাজারের দুর্বলতাগুলো তুলে ধরারও আহবান জানান তিনি।  

সৌজন্য সাক্ষাতে সিএমজেএফের নেতৃবৃন্দের মধ্যে সভাপতি হাসান ইমাম রুবেল, সাধারণ সম্পাদক মনির হোসেন, সহ-সভাপতি এম এম মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম এ কালাম, অর্থ সম্পাদক আবু আলীসহ ইসি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘন্টা, জুন ০৫, ২০২০
এসএমএকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।