শুক্রবার (৫ জুন) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্যরেখায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজের নেতৃত্বে ৮ সদস্য ও ভারতের হিলি এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন সরকারের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন জানান, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শনিবার থেকে ২০টি করে মোট ৪০ ট্রাক পণ্য ভারতীয় ব্যবসায়ীরা রফতানি করবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবং আমরা দুপক্ষই এই সিদ্ধান্তে একমত হয়েছি।
বাংলাদেশ সময়: ১৮৪৮, জুন ০৫, ২০২০
আরএ