ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করপোরেট ট্যাক্সে ছাড় চান ব্যবসায়ীরা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জুন ৭, ২০২০
করপোরেট ট্যাক্সে ছাড় চান ব্যবসায়ীরা

ঢাকা: আসন্ন অর্থবছরের বাজেটে কর্মসংস্থান, অর্থ প্রবাহ ও বিনিয়োগ নীতির পাশাপাশি তিন বছরের পরিকল্পনা মাথায় রেখে ২৫ শতাংশ করপোরেট ট্যাক্স বাস্তবায়নে মত দিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার (৬ জুন) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের আয়োজনে বাজেট পূর্ব আলোচনা সভায় মন্ত্রী, অর্থনীতিবিদের অংশগ্রহণে আলোচনায় সভায় ব্যবসায়ীরা  এমন দাবি জানান।

সাংবাদিক চয়ন রহমানের উপস্থাপনায় চ্যানেল নাইনের বাজেট পূর্ববর্তী মেগা শো ‘আমাদের বাজেট’ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

এছাড়াও আসন্ন ২০২০-২১ অর্থ বছরের বাজেট এর রূপরেখা শীর্ষক এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বিশ্ব ব্যাংকের লিড ইকোনমিস্ট, ড. জাহিদ হোসেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ, বিআইডিএস- এর মহাপরিচালক কে এ এস মুর্শিদ, এনবিআরের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমই’র সভাপতি ড. রুবানা হক, বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ ই মাহবুব।

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি রুবানা হক ডলার প্রতি অতিরিক্ত পাঁচ টাকা দেওয়ার প্রস্তাব জানিয়ে তিনি প্রতি মাসে রিটার্ন দাখিলের বিধান বাতিলের আহবান জানান। এছাড়াও এ খাতে সহজ শর্তে ঋণ দেওয়ার বিধান আসছে বাজেটে অর্ন্তভুক্তির দাবি জানান।

আলোচনায় অংশ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্রাকের চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এ বি এম মির্জা আজিজুল ইসলাম স্বাস্থ্যখাতে অধিক গুরুত্ব দেওয়ার পাশাপাশি নগরের নতুন দরিদ্রদের সামাজিক নিরাপত্তা খাতে অর্ন্তভুক্তির আহবান জানান।

কেন্দ্রীয় ব্যাংকের দু’জন সাবেক গভর্নর ড. আতিউর রহমান ও ড. সালেহ উদ্দিন আহমেদ, ব্যাংকিং খাতের উপর সরকারের নির্ভরশীলতা কমিয়ে সৃষ্টিশীল খাতের উপর জোর দাবি জানান।

আলোচনায় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বিনিয়োগের ট্রেন ধরার জন্য বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন।

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বহুমুখী কৃষিপণ্য রপ্তানীর উপর জোর দেওয়া হবে বলে জানান।  

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, তৃণমূলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণসহ বিশেষ পরিস্থিতিতে স্বাস্থ্যখাতের উন্নয়নে বিশেষ জোর হবে।

শিল্পের কাঁচামালে কর রোহিত, অগ্রিম আয়কর-এআইটি তিন ভাগে আনা, ব্যাংক লোনের সুদ সহজীকরণ করার উপর জোর দিয়েছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুন ০৭, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।