ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লকডাউনে পূর্ব রাজাবাজারে স্বপ্নের ভ্রাম্যমাণ আউটলেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুন ১৪, ২০২০
লকডাউনে পূর্ব রাজাবাজারে স্বপ্নের ভ্রাম্যমাণ আউটলেট

ঢাকা: কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাবের কারণে পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন করেছে সরকার। ফলে বাইরে থেকে সেখানে যেমন কারো প্রবেশে বাধা রয়েছে, তেমনি বের হওয়াতেও রয়েছে মানা। এই জরুরি অবস্থায় পূর্ব রাজাবাজারের ৫০ হাজার মানুষের দোড়গোড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভ্রাম্যমাণ আউটলেট নিয়ে হাজির হয়েছে স্বপ্ন। 

এখন পর্যন্ত ঢাকায় যে এলাকাগুলোতে সর্বোচ্চ করোনা রোগী রয়েছেন, তার মধ্যে অন্যতম পূর্ব রাজাবাজার। গত ৯ জুন থেকে এই এলাকাটি সম্পূর্ণ লকডাউন করা হয় এবং চিকিৎসক ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যসহ জরুরি প্রয়োজন ছাড়া সকল ব্যক্তিদর যাতায়াত নিষিদ্ধ করা হয়।

এই অবস্থায় এলাকাটিতে জরুরি খাদ্য সরবরাহ নিয়ে পৌঁছেছে স্বপ্নের ভ্রাম্যমাণ আউটলেট।  

জাতিসংঘ উন্নয়ন প্রকল্প (ইউএনডিপি), সরকারের আইসিটি ডিভিশন, ক্যাবিনেট ডিভিশন, এটুআই, বাজার বন্ধু এবং এক শপ এর সহযোগিতায় এই বাজার কার্যক্রম পরিচালিত হচ্ছে। কাঁচা বাজার থেকে শুরু করে মাছ মাংস এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যও সেখানে সরবরাহ করা হচ্ছে।  

স্বপ্নের হেড অব মার্কেটিং মাহাদি ফয়সাল বলেন, স্বপ্নের কর্মীরা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি অনুসরণ করে এবং ব্যক্তিগত সুরক্ষা বজায় রেখে সেখানে বাজার সেবা প্রদান করে যাচ্ছে। ফলে লকডাউনে থাকা মানুষকে বাজারের জন্য অন্য কোথাও যেতে হচ্ছে না এবং বাজার প্রক্রিয়ায় সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুন ১৪, ২০২০
এসই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।