বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আহমেদ জামাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে এটি কার্যকর হবে।
এতে বলা হয়েছে, বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের (শরীয়াহ ভিত্তিক ব্যাংকসহ) মোট তলবি ও মেয়াদি দায় থেকে বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখার বিধান রয়েছে। ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং কার্যক্রমের জন্য তার পরিমাণ ওই আদেশে দেওয়া ক্ষমতাবলে দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে অফশোর ব্যাংকিং কার্যক্রমের মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম ২ শতাংশ এবং দৈনিক ভিত্তিতে ন্যূনতম ১ দশমিক ৫ শতাংশে নির্ধারণ করা হইল।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ১৮, ২০২০
এসই/ওএইচ/