ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘১০ টাকার প্রকল্প ১০০ টাকা করার সুযোগ নেই’   

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জুন ২১, ২০২০
‘১০ টাকার প্রকল্প ১০০ টাকা করার সুযোগ নেই’   

ঢাকা: পরিকল্পনা মন্ত্রণালয়ে ১০ টাকার প্রকল্প ১শ টাকা করার সুযোগ নেই। আমরা কখনো প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) তৈরি করি না। বরং আমরা সভা করে প্রকল্পের ব্যয় কমিয়ে ফেলি।  

রোববার (২১ জুন) একনেক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান একথা বলেন। গণভবনে এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী ছিলেন।

 

পরিকল্পনামন্ত্রী বলেন, আমার কাজ হলো প্রকল্পের ব্যয় চুলচেরা বিশ্লেষণ করা। আমরা প্রকল্পের ব্যয় বাড়াই না।  

একনেক সভায় ৯ হাজার ৪৬০ কোটি ৯ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, আজ আনন্দের বিষয়। আমরা সব ব্যয় সরকারি তহবিল থেকে মেটাবো। একটা টাকাও বৈদেশিক ঋণ নেই।

২৮০টি সংসদীয় আসনের সংসদ সদস্যরা (এমপি) বরাদ্দ পাবেন ৬ হাজার ৪৭৭ কোটি টাকা। অগ্রাধিকারভিত্তিতে গুরুত্বপূর্ণ ‘পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩’ শীর্ষক  প্রকল্পের আওতায় ২৮০ এমপি বরাদ্দ পাবেন।

প্রকল্প  প্রসঙ্গে এম এ মান্নান বলেন, আমরা প্রকল্পটি নজরদারি করবো। কাজের মান যেন ভালো হয় এ বিষয়ে দেখভাল করবো। এটা গুরুত্বপূর্ণ কাজ। কারণ সব কাজ গ্রামীণ অঞ্চলে বাস্তবায়ন হবে। তবে এলজিইডির কাজের মান আরো বাড়াতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ২১, ২০২০
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।