মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টিইউসি আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
সংগঠনটির সভাপতি শহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে মহামারি পরিস্থিতিতে টিইউসির সুপারিশ ও দাবি সম্বলিত ঘোষণাপত্র পাঠ করেন টিইউসি'র দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন টিইউসি'র সহ-সভাপতি আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, প্রচার সম্পাদক মোবারক হোসেন, অর্থ সম্পাদক রুহুল আমীন, শিক্ষা ও গবেষণা সম্পাদক আসলাম খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ২৩, ২০২০
ইএআর/এমএইচএম