বুধবার (২৪ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ মে ক্রেতাদের জন্য ‘ভিশন ওয়ারেন্টি প্লাস’ অফারটি চালু করা হয়।
ভিশন ইলেকট্রনিকসের মহাব্যবস্থাপক (বিপণন) মাহবুবুল ওয়াহিদ বলেন, আমরা ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর। এ কারণে আমরা তাদের বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকি। কিন্তু আমরা দেখি, অনেক ক্রেতাই পণ্য কেনার পর ওয়ারেন্টি কার্ড যথাযথভাবে পূরণ করেন না। এ কারণে পরবর্তীতে তারা বিক্রয়োত্তর সেবা থেকেও বঞ্চিত হন। ওয়ারেন্টি কার্ড যথাযথভাবে ব্যবহারে উৎসাহ দিতেই ‘ভিশন ওয়ারেন্টি প্লাস’ অফারটি চালু করা হয়েছে।
ভিশন ইলেকট্রনিকসের সিনিয়র ব্রান্ড ম্যানেজার রাকিব আহমেদ বলেন, ‘ভিশন ওয়ারেন্টি প্লাস’ কর্মসূচির প্রথম পর্বে ভিশন রেফ্রিজারেটর কিনে ১ লাখ টাকা জিতে নিয়েছেন পঞ্চগড়ের রায়হান ইসলাম। এছাড়া ২৫ হাজার টাকা করে পেয়েছেন চট্টগ্রামের ময়নুল্লাহ চৌধুরী, নারায়ণগঞ্জের তুহিন আহমেদ, মাদারীপুরের হাসিনা বেগম, নীলফামারীর শামীম ইসলাম ও মো. আদিল ও ঝিনাইদহের মাহমুদুল হক।
৩১ জুলাই পর্যন্ত ‘ভিশন ওয়ারেন্টি প্লাস’ অফারটি চলবে।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুন ২৪, ২০২০
এসই/এইচজে