সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দফতরের এক বিজ্ঞপ্তি জারি করে এসব শিথিলতা প্রত্যাহার করা হয়।
নবজাতক ও শিশুখাদ্য আমদানিতে অন্য শর্ত মানার পাশাপাশি আগের মতোই নিচের শর্তগুলো মানতে হবে।
এছাড়া প্রতিটি টিনসহ বায়ুরুদ্ধ মোড়ক বা ব্যাগ ইন বক্সের গায়ে মিল্ক ফুডের প্রকৃত ওজন (নিট ওয়েট) বাংলা বা ইংরেজিতে লিখে রাখতে হবে। পাশাপাশি দুগ্ধ ও দুগ্ধজাত শিশুখাদ্য আমদানির ক্ষেত্রে পরিচালক জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) প্রদত্ত রেজিস্ট্রেশন নম্বর স্পষ্ট অক্ষরে প্রতিটি টিন বা টিনসহ বায়ুরুদ্ধ মোড়ক বা ব্যাগ ইন বক্সের গায়ে উল্লেখ থাকবে হবে। একই সঙ্গে আমদানি নীতি অনুয়ায়ী অন্যান্য শর্তও মেনে চলতে হবে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
জিসিজি/এএ