ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চালু হচ্ছে লন্ড্রি সার্ভিস ‘রিন-সেবা ব্রাইট মাস্টার’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
চালু হচ্ছে লন্ড্রি সার্ভিস ‘রিন-সেবা ব্রাইট মাস্টার’ ইউনিলিভার বাংলাদেশ

ঢাকা: বাংলাদেশের সবচেয়ে বড় ভোক্তাপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ইউনিলিভার বাংলাদেশ’ এবং দেশের অন্যতম অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান ‘সেবা প্ল্যাটফর্ম লিমিটেড’ যৌথভাবে চালু করতে চলেছে এক ভিন্নধর্মী লন্ড্রি সার্ভিস ‘রিন-সেবা ব্রাইট মাস্টার’।

গত ১২ ডিসেম্বর ইউনিলিভার বাংলাদেশের কর্পোরেট অফিসে এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়।

এই চুক্তিপত্রের মাধ্যমে এই দুটি প্রতিষ্ঠান একসঙ্গে দেশের লন্ড্রি সার্ভিস ইন্ডাষ্ট্রিতে অবদান রাখবে এবং সাধারণ মানুষের চাহিদা পূরণে সক্ষম হবে।

প্রতিযোগিতার এই যুগে ব্যক্তিগত জীবন ও কর্মজীবন একসঙ্গে সামলাতে হিমশিম খেতে হয় সবাইকে। বাইরের কাজে সক্রিয় থেকে ঘরের সব কাজের সঙ্গে কাপড় ধুয়ে শুকানো, ইস্ত্রি করা পুরো কাজটি দিন দিন ঝামেলার ব্যাপার হয়ে যাচ্ছে এবং যা সময়সাপেক্ষ ও বটে!

যদিও বাজারে লন্ড্রি দোকানের অভাব নেই কিন্তু, তাতে ব্যবহারিত পণ্যের মান নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ ও আস্থার অভাব। একইসঙ্গে কাপড় আনা নেওয়ার কাজ করতে হচ্ছে ভোক্তাকেই।

ঠিক এই কারণেই ইউনিলিভার এবং সেবা প্ল্যাটফর্ম যৌথভাবে এই অভূতপূর্ব লণ্ড্রি সার্ভিসটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে ‘রিন-সেবা এক্স ওয়াই জি ব্রাইট মাস্টার’ নামে।

ভোক্তারা এর মাধ্যমে নিকটস্থল ‘রিন-সেবা ব্রাইট মাস্টার’ স্টোরে তার অর্ডারটি করতে পারবেন সেবার মোবাইল অ্যাপ্লিকেশনটি ব্যবহারের মাধ্যমে। অর্ডার নিশ্চিত করলে একজন ডেলিভারিম্যান নির্দিষ্ট সময়ের মধ্যে ভোক্তার কাছ থেকে কাপড় সংগ্রহ করবেন এবং এই লণ্ড্রি কাজে ব্যবহারিত হবে ইউনিলিভারের ফ্যাব্রিক সলিউশন প্রোডাক্ট। লণ্ড্রি কাজের পর কাপড়গুলো নির্ধারিত সময়ে ভোক্তার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।

ভোক্তার উন্নত সেবার পাশাপাশি এই উদ্যোগের মাধ্যমে লণ্ড্রি সেবার সঙ্গে জড়িত উদ্যোক্তাদের জীবনযাত্রার মান ও উন্নত হবে। রিনের সামাজিক লক্ষ্য হলো সমাজের প্রতিবন্ধকতা ছাপিয়ে নিজস্বতার আলোকে উদ্ভাসিত হয়ে সামাজিক প্রগতিতে অংশ নেওয়া।

এই চুক্তিপত্রের মধ্য দিয়ে রিন ও সেবা এক্স ওয়াই জি উদ্যোক্তাদের তাদের নিজ নিজ ব্যবসা তৈরি করতে ও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে রিন এর মত একটি সফল ব্র্যান্ডের সঙ্গে, সেবার অনলাইনভিত্তিক সেবা বাংলাদেশের লণ্ড্রি সার্ভিসে যোগ করবে এক নতুন ধারা এবং গতিশীলতা। লণ্ড্রি সার্ভিসের এর নতুন উপায়ে ভোক্তারাও পাবেন ঝামেলামুক্ত এবং দ্রুত এক লণ্ড্রি অভিজ্ঞতা।

ব্রাইট মাস্টার ইতোমধ্যেই ঢাকার সম্ভাব্য আটজন উদ্যোক্তাদের নিয়ে কাজ শুরু করেছে। এই পরিকল্পনার পরবর্তী ধাপ হলো ঢাকা ও চট্টগ্রামের ৩শ জন লণ্ড্রি সেবার সঙ্গে জড়িত উদ্যোক্তাকে এই প্রোজেক্টের আওতাভুক্ত করা।

‘রিন-সেবা ব্রাইট মাস্টার’ নতুন সম্ভাবনার জন্যে উন্মুক্ত এবং আগ্রহী উদ্যোক্তারা রিন ও সেবার সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে এই অভিনব উদ্যোগে অংশ নিতে পারেন।

এ সম্পর্কিত সব ধরনের তথ্য এবং সর্বশেষ আপডেট পাওয়া যাবে রিন বাংলাদেশের ফেসবুক পেজে (https://www.facebook.com/RinBangladesh/)

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।