ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাহেদ-সাবরিনার ব্যাংক হিসাব জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
সাহেদ-সাবরিনার ব্যাংক হিসাব জব্দ

ঢাকা: রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম এবং জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ ব্যাপারে নামপ্রকাশে অনিচ্ছুক এক এনবিআর কর্মকর্তা বাংলানিউজকে বলেন, বাংলাদেশ ব্যাংকের অধীন ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্ট ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনা মোতাবেক তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) তাদের ব্যাংক হিসাব জব্দ করেছে। কর নথিতে থাকা তাদের আয়-ব্যয় খতিয়ে দেখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ব্যাপারে সব তফসিলি ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে আাগামী সাতদিনের মধ্যে তাদের নামে থাকা ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য জানাতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।