ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।
জানা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮২ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে, আজ ডিএসইতে ৩৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৩টি কোম্পানির কমেছে ১২০টি এবং অপরিবর্তিত রয়েছে ১৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
মঙ্গলবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, ইন্দোবাংলা, প্যারামাউন্ট টেক্সটাইল, বিএসসিসিএল, নাহি অ্যালমুনিয়াম, কেপিসিএল, এমএল ডায়িং, অরিয়ন ফার্মা ও বারাকা পাওয়ার।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৬০০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৪টির, কমেছে ৬৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টির কোম্পানির শেয়ার দর।
এদিকে, আজ সিএসইতে ১৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৩ কোটি ১৫ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
এসএমএকে/এমআরএ