বেনাপোল (যশোর): বেনাপোল কাস্টমস হাউজে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০২০-২১ অর্থবছরে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৬ হাজার ২৪৪ কোটি টাকা। গত অর্থবছরের চেয়ে এবার ২১৫ কোটি ৬৬ লাখ টাকা বেশি নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা গোলাম সরোয়ার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত ২০১৯-২০ অর্থ বছরে বেনাপোল কাস্টমসে রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬ হাজার ২৮ কোটি ৩৪ লাখ টাকা।
এ অর্থবছর শেষে আদায় হয় মাত্র ২ হাজার ৬৩৬ কোটি ৬৩ লাখ টাকা। ঘাটতি হয়েছিল ৩ হাজার ৩৯২ কোটি ২২ লাখ টাকা। এ সময় ভারত থেকে আমদানি পণ্যের পরিমাণ ছিল ১৭ লাখ ৭৮ হাজার ৬২৮ মেট্রিক টন।
বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।