ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকে রাখতে হবে গভর্নমেন্ট সিকিউরিটিজ বিনিয়োগ উইন্ডো 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
ব্যাংকে রাখতে হবে গভর্নমেন্ট সিকিউরিটিজ বিনিয়োগ উইন্ডো  ছবি: সংগৃহীত

ঢাকা: নিবাসী ব্যক্তি, প্রতিষ্ঠানসহ (যেমন: বিমা কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড, মিউচুয়াল ফান্ড ইত্যাদি) অনিবাসী ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ সেবা দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে গভর্নমেন্ট সিকিউরিটিজ বিনিয়োগ উইন্ডো স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
মঙ্গলবার (২১ জুলাই) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।


 
এতে বলা হয়েছে, ট্রেজারি বিল ও বন্ডের সম্ভাব্য বিনিয়োগকারীদের কুপন/ইল্ডসহ বিনিয়োগ পদ্ধতি সংক্রান্ত তথ্যাদি প্রদান, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সিকিউরিটিজ হিসাব খোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়, কুপন ও মেয়াদপূর্তীতে মূল অর্থ দ্রুত পরিশোধ এবং লেনদেনের সার্বিক নিরাপত্তার স্বার্থে ব্যাংক হিসাব খোলার পরামর্শ প্রদান, ক্লায়েন্টের রিকুইজিশনের ভিত্তিতে সংশ্লিষ্ট সিকিউরিটিজের ক্রয় বা বিক্রয় সংক্রান্ত কার্যক্রম সম্পাদন ক্লায়েন্ট হিসাবের বিপরীতে যথাসময়ে কুপন, মেয়াদপূর্তীতে আসল পরিশোধ এবং ক্রয়-বিক্রয়ের সঙ্গে বিজড়িত অর্থ লেনদেনের বিষয়সমূহ যথাযথভাবে সম্পাদন, সময় মাফিক ক্লায়েন্টের সিকিউরিটিজ হিসাবের রিকনসিলিয়েশন সম্পাদন, নিজস্ব ট্রেজারি ডিভিশনের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগের মাধ্যমে এ সংক্রান্ত যাবতীয় কার্যাবলি সম্পাদন, বাংলাদেশ ব্যাংকে রক্ষিত ট্রেডিং প্লাটফর্মের পাশাপাশি সম্ভাব্য অপরাপর প্লাটফর্মের (যেমন- ডিএসই ট্রেডিং প্লাটফর্ম) সঙ্গে ট্রেডিং কার্যক্রমের সমন্বয় সাধনসহ বিবিধ কার্যক্রম পরিচালনার জন্য গভর্নমেন্ট সিকিউরিটিজ বিনিয়োগ উইন্ডো আগামী তিন মাসের মধ্যে স্থাপন করতে হবে। উক্ত উইন্ডো স্থাপনের আগ পর্যন্ত ক্লায়েন্টের সংখ্যা বিবেচনা সাপেক্ষে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম ট্রেজারি ডিভিশনের কাছের শাখায় সাময়িকভাবে কাস্টমার সার্ভিস ডেস্কের মাধ্যমে অথবা স্বতন্ত্র ডেস্ক স্থাপন করে পরিচালনা করতে আপনাদের পরামর্শ দেয়া হলো।
 
বর্ণিত কার্যক্রম গ্রহণ করে সরকারি সিকিউরিটিজের ক্লায়েন্টাল সার্ভিস প্রদানের জন্য চালুকৃত গভর্নমেন্ট সিকিউরিটিজ বিনিয়োগ উইন্ডো সংক্রান্ত বিষয়টি এবং তাতে নিযুক্ত কর্মকর্তাদের বিস্তারিত (নাম, পদবি, যোগাযোগের নম্বর, ইমেইল, শাখার ঠিকানা ইত্যাদি) তথ্যাদি যত দ্রুত সম্ভব নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শন করে এ বিভাগকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয় প্রজ্ঞাপনে।

এতে বলা হয়, এসব নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
 
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
এসই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।