নারায়ণগঞ্জ: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের বিভিন্ন অস্থায়ী পশুর হাটে আসছে কোরবানির পশু। এর মধ্যে হাটগুলোতে পশু আসতে শুরু করলেও টানা দু’দিনের বৃষ্টিতে ভোগান্তিতে পোহাতে হয়েছে ব্যাপারিদের।
বুধবার (২২ জুলাই) নারায়ণগঞ্জের কয়েকটি হাট ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
সকাল থেকেই নারায়গঞ্জের সাইনবোর্ড, পাগলা, কাঁচপুর দিয়ে সিরাজগঞ্জ ও নেত্রকোনাসহ বিভিন্ন এলাকা থেকে ব্যাপারিরা নারায়ণগঞ্জের হাটগুলোতে গরু নিয়ে আসছেন। বৃষ্টিতে ট্রাকের উপর গরুসহ অনেক ব্যাপারিকেও দেখা যায় ভিজে একাকার হয়ে যেতে।
সৈয়দপুর কয়লাঘাট হাটে সিরাজগঞ্জ থেকে গরু নিয়ে আসা ব্যাপারি রমজান বাংলানিউজকে জানান, তিনি বৃষ্টিতে ভিজেই ১২টি গরু নিয়ে ট্রাকে করে হাটে এসেছেন। গরুগুলোও ভিজে গেছে। তিনি গরুগুলোকে মুছিয়ে হাটে বেঁধে নিজেরা বিশ্রাম নিচ্ছেন। তবে আগে ভাগে হাটে এসেছেন কারণ অল্প লাভ পেলেই তিনি গরু গুলো বিক্রি করে বাড়ি ফিরে যাবেন।
এদিকে টানা বৃষ্টির পরও নদীপথেও আসছে ট্রলার ভর্তি গরু। তবে সড়ক ও নদীপথে কোথাও আসার পথে চাঁদাবাজির মুখে পড়তে হয়নি বলেও জানান ব্যাপারিরা।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
আরআইএস/