ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের (এমবিএল) পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২০ (এপ্রিল থেকে জুন) সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৩০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অন্তর্বর্তী লভ্যাংশ বিতরণে কোম্পানিটি ১৮ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করেছে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক অর্থাৎ ৩ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩১.৬৪ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২৬.৯৫ টাকা। অর্থাৎ এ সময়ে কোম্পানিটির মুনাফা ৪.৬৯ টাকা বা ১৭.৪০ শতাংশ বেড়েছে।
এর আগে ম্যারিকোর ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বুধবার (২২ জুলাই) ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৌগতা গুপ্ত সভাপতিত্ব করেন। সভায় ম্যারিকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশীষ গোপাল্, পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে সঞ্জয় মিশ্রা, ভিভেক র্কাভে ও স্বতন্ত্র পরিচালক মিসেস রোকিয়া আফজাল রহমান, মাসুদ খান ও আশরাফুল হাদিসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
এসএমএকে/এমজেএফ