ঢাকা: কোরবানির ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। ঈদকে সামনে রেখে প্রতিবারের মতো এবারো বেড়েছে প্রায় সব ধরনের মসলার দাম।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কারওয়ানবাজার এবং হাতিরপুল বাজারের মসলার দোকান ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক মাস ধরে পর্যায়ক্রমে দাম বেড়েছে মসলা জাতীয় পণ্যের। আর ক্রেতাদের অভিযোগ বাড়তি চাহিদাকে পুঁজি করে একটি অসৎ মহল হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।
বাজারের বিক্রেতারা জানান, খুচরা বাজারে বর্তমানে প্রতি ১শ গ্রাম হিসাবে এলাচ প্রকারভেদে ৪শ থেকে ৬শ টাকা, জিরা ৫০ থেকে ৬০ টাকা, দারুচিনি ৬০ টাকা, লবঙ্গ ১২০ টাকা, গোলমরিচ ১১০ টাকা, জয়ত্রী ৪০০ টাকা, সরিষা ২০ টাকা, কাঁচা হলুদ ১৫ টাকা, গোলমরিচ ১১০ টাকা, আদা ১৫ টাকা, কিসমিস ৬০ টাকা হিসাবে বিক্রি হচ্ছে। কারওয়ানবাজারের মায়ের দোয়া স্টোরের আলম হোসেন বাংলানিউজকে বলেন, এক মাস আগে থেকেই মসলা জাতীয় পণ্যের দাম বাড়ছে। এলাচের দাম বেড়েছে ২০ দিন আগে। আগের চেয়ে এখন কেজিতে এলাচের দাম প্রায় ২শ টাকা বেশি। বেড়েছে দারুচিনির দামও। আর পাইকারি বাজারে দাম বাড়লে খুচরা বাজারে তার প্রায় দ্বিগুণ দাম বেড়ে যায়।
হাতিরপুল বাজারের ফাতেম স্টোরের মালিক আকতার হোসেন জানান, ঈদকে সামনে রেখে প্রতিবারই মসলা জাতীয় পণ্যের দাম বাড়ে। এবারো বেড়েছে। এবার মসলাগুলোর মধ্যে দাম বেড়েছে এলাচ, দারুচিনি, জয়ত্রী, কাঠবাদাম, পেস্তাবাদাম ও কাবাবচিনির। এসব পণ্যের মধ্যে কোনো কোনোটির কেজিতে দাম বেড়েছে হাজার টাকার বেশি। রোজা ও বাজেটের পর থেকেই মসলার দাম বাড়ছে। তবে বাজারে মসলার পর্যাপ্ত যোগান রয়েছে। এদিকে ঈদকে সামনে রেখে দাম বেড়েছে পেঁয়াজ রসুন ও আদার।
কারওয়ানবাজারের পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ৩৬ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। আর ভারতীয় পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া রসুন ১১০ থেকে ১৩০ এবং আদা ১৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
এইচএমএস/এএটি