ঢাকা: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত ‘ইসলামী শরিয়াহ্ভিত্তিক ব্যাংকিংয়ে দক্ষতা উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভার্চ্যুয়াল প্ল্যাটফরম জুম কনফারেন্সে উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন।
আলোচক ছিলেন বিশিষ্ট ব্যাংকার মো. ফরিদ উদ্দিন, শরিয়াহবিশ্লেষক মওলানা মো. আব্দুর রাজ্জাক, বিআইবিএমের ফ্যাকাল্টি ড. মো. মোহাব্বত হোসেন।
এ সময় উপস্থিতি ছিলেন ব্যাংকের পরিচালক ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান, মোহাম্মদ নাওয়াজ, হাফিজুর রহমান বাবু, শেখ মো. সাইদুজ্জামান, স্বতন্ত্র পরিচালক মো. সাজিদুর রহমান ও ড. সৈয়দ হাফিজুর রহমান, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. মোকাদ্দেস আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
এএটি