ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনাকালে ডাবর হানির ‘শ্রদ্ধা’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২০
করোনাকালে ডাবর হানির ‘শ্রদ্ধা’

ঢাকা: গোটা রাজধানী শহরটাই যখন ঘুমে তখন সেই শহরবাসীর জন্য জাগে একদল মানুষ। ফজরের আজানের ধ্বনি মিইয়ে যাওয়ার আগেই শুরু হয় তাদের কর্মযজ্ঞ।

শোনা যায় তাদের মৃদুমন্দ কর্মগান। দিনের ধুলো-ময়লা-আবর্জনা সরাতে তারা নামে রাস্তা-সিটি করপোরেশনের অলিগলিতে। সাধারণ মানুষের কর্মযজ্ঞ শুরুর আগেই তারা উপহার দেয় একটি পরিচ্ছন্ন-নির্মল শহর।

দিনের আলোয় আমরা যে নির্মল শহরটা দেখি সেটা তাদের সেই কর্মযজ্ঞের ফল, যাদের আমরা দেখতে পাই অল্পবিস্তর। এই করোনা মহামারিকালে সেই দৃষ্টিগোচরে থাকা মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে বিশ্বের এক নম্বর হানি ব্র্যান্ড ডাবর হানি।

বিশ্বজুড়ে মারাত্মক আকার ধারণ করা করোনা মহামারি প্রতিরোধের আপ্রাণ চেষ্টা চলছে। বাংলাদেশেও চলছে প্রতিরোধের লড়াই। এই লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা হিসেবে প্রতিনিয়ত নিজের জীবনঝুঁকিতে রেখে কাজ করে যাচ্ছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য, সশস্ত্রবাহিনী, ব্যাংকার, সংবাদকর্মী, বিক্রয়কর্মী, পরিচ্ছন্নতাকর্মী, ডেলিভারিম্যানসহ আরও অনেকে।

করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখসারির এসব সাহসী যোদ্ধাদের সম্মান জানাতে বিশ্বের এক নম্বর হানি ব্র্যান্ড ডাবর হানির একটি বিশেষ উদ্যোগ ‘শ্রদ্ধা’।

এই উদ্যোগের অংশ হিসেবে ডাবর নিয়ে আসে ডাবর হানির স্পেশাল এ প্যাক। এর বিক্রয়মূল্যের একটি অংশ ব্যয় করা হয়েছে করোনা প্রতিরোধ কার্যক্রমে।

সবার ঐক্যবদ্ধ প্রয়াস ও সচেতনতা করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারে বলেই ডাবর হানি বিশ্বাস করে। এই বিশ্বাস থেকেই, করোনা ভাইরাস সংকটকালীন শুরু থেকেই বিভিন্ন উদ্যোগ নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে থাকতে চেয়েছে ডাবর হানি।

‘শ্রদ্ধা’ উদ্যোগের অংশ হিসেবে ঢাকার রাস্তায় কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের কাছে পৌঁছে যায় ডাবর হানি টিম। ১৬ জুলাই বারিধারা, গুলশান এবং বনানী এলাকায় ও ১৭ জুলাই উত্তরা এলাকার ৬ শতাধিক পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে ডাবর হানির পক্ষ থেকে উপহার হিসেবে তুলে দেওয়া হয় দুই সপ্তাহ চলার মতো বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় উপকরণ। একইসঙ্গে দেওয়া হয় করোনা দূরে রাখতে হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ। যা পেয়ে অভিভূত হয় সমাজের অনেকটা আড়ালে থেকে যাওয়া এসব কর্মী। দুঃসময়ে তাদের ‘শ্রদ্ধা’ জানাতে পেরে খুশি ডাবর হানিও।

করোনা ভাইরাস মহামারির সময়ে ডাবর হানি এমন অনেক দায়িত্বমূলক উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতেও যেকোনো সংকট মোকাবিলায় সমাজ ও জনগণের পাশে থাকবে ডাবর হানি।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।