ঢাকা: জিপি স্টার গ্রাহকদের প্রয়োজনে ও বিভিন্ন ক্ষেত্রে সহজ সমাধান দেওয়ার মাধ্যমে তাদের জীবনে নতুন মাত্রা যোগ করতে নানা উদ্যোগ গ্রহণ করে গ্রামীণফোন। এরই ধারাবাহিকতায়, দেশের অন্যতম উৎসব দুর্গাপূজা উপলক্ষে স্টার গ্রাহকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
এ উদ্যোগের আওতায় জিপি স্টার গ্রাহকরা অনলাইন ও স্টোরে গিয়ে পণ্য ক্রয়ে বিশেষ সুবিধা পাবেন।
গ্রাহকদের জন্য প্রয়োজনীয় পণ্য ও সেবা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর ধারাবাহিকভাবে বিস্তৃত প্রচেষ্টার অংশ হিসেবেই নতুন এ উদ্যোগ গ্রহণ করেছে গ্রামীণফোন।
উদ্ভাবনী ও সহজ সমাধান নিয়ে আসার মাধ্যমে গ্রাহকদের জীবনের মানোন্নয়নে সচেষ্ট গ্রামীণফোন। করোনা সঙ্কটকালীন সময়ে বাঙালি জাতির সর্বজনীন এ উৎসবকে কেন্দ্র করে গ্রাহকদের বিভিন্ন অংশীদারদের সঙ্গে যুক্ত করার মাধ্যমে বিভিন্ন অফারের সুবিধা গ্রহণের সুযোগ করে দিতে গ্রামীণফোনের এ উদ্যোগ। নতুন এ অফারে পোশাক ও জুতা ক্রয়ের ক্ষেত্রে জিপি স্টার গ্রাহকরা বিশেষ ছাড় সুবিধা উপভোগ করবেন।
পুরুষ ও বাচ্চাদের পোশাক ও অন্যান্য অ্যাকসেসরিজ ক্রয়ে মেনজ ক্লাব জিপি স্টার গ্রাহকদের দেবে ২০ শতাংশ মূল্য ছাড়। অন্যদিকে, কেজেড ইন্টারন্যাশনাল পোশাক ক্রয়ে ক্রেতাদের দেবে ১০ শতাংশ মূল্য ছাড়।
এছাড়াও গ্রামীণফোনের অন্যান্য অংশীদাররাও জিপি স্টার গ্রাহকদের সব পণ্যে ছাড় সুবিধা দেবে। আদি থেকে জিপি স্টার গ্রাহকরা পাবেন অতিরিক্ত ১০ শতাংশ ছাড়, ভাইব্র্যান্ট দেবে ১৫ শতাংশ ছাড়, বোলিং ফুটওয়্যার দেবে ১৫ শতাংশ ছাড়, মিরর লাইফস্টাইল দেবে ১২ শতাংশ ছাড়, লোটো দেবে ২০ শতাংশ ছাড়, জিওর্দানো দেবে ২২ শতাংশ ছাড় এবং ওরিয়ন ফুটওয়্যার দেবে ১২ শতাংশ ছাড়।
জিপি স্টার গ্রাহকদের জীবনধারায় ভিন্ন মাত্রা যোগ করতে ও তাদের ব্যতিক্রমী সেবা দিতে বিভিন্ন খাতের একাধিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব করেছে গ্রামীণফোন। গ্রামীণফোনের অফিশিয়াল ওয়েবসাইটের জিপি স্টার সেকশনে এ অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
প্রসঙ্গত গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের অঙ্গসংগঠন গ্রামীণফোন ৭৬ মিলিয়ন এরও অধিক গ্রাহক নিয়ে বাংলাদেশের অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে যাত্রা শুরু করার পর দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে গ্রামীণফোন যার মাধ্যমে দেশের ৯৫ শতাংশ মানুষ সেবা গ্রহণ করতে পারে। ব্র্যান্ড প্রতিজ্ঞা ‘চলো বহুদূর’ এর আওতায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সর্বোত্তম মোবাইল ডাটা, ভয়েস সেবা এবং সবার জন্য ইন্টারনেট দিতে প্রতিজ্ঞাবদ্ধ। গ্রামীণফোন ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
আরআইএস