ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিএসইর সিআরও পদে সামসুর রহমানকে পুনর্নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
সিএসইর সিআরও পদে সামসুর রহমানকে পুনর্নিয়োগ

ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) হিসেবে মোহাম্মদ সামসুর রহমানকে পুনর্নিয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (১২ অক্টোবর) সিএসই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সিএসইর পর্ষদ সামসুর রহমানকে তিন বছরের জন্য পুনর্নিয়োগের সিদ্ধান্ত নেয়।

সামসুর রহমান সিএসইতে উপ-মহাব্যবস্থাপক ও করপোরেট ফাইন্যান্স বিভাগের প্রধান হিসেবে ২০১১ সালে চাকরিতে যোগদান করেন। এরপরে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সিআরও এর দায়িত্ব পালন করেন এবং ২০১৭ সালে সিআরও হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পান।

তিনি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) এর ফেলো সদস্য। আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।

সিএসইতে যোগদানের আগে সামসুর রহমান ব্র্যাক ইন্টারন্যাশনালে হেড অব ইন্টারনাল অডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা সিটি কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।