ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে দেড় লাখ কম্বল দিল এক্সিম ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে দেড় লাখ কম্বল দিল এক্সিম ব্যাংক কম্বল হস্তান্তর করছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার, ছবি: সংগৃহীত

ঢাকা: করোনা ভাইরাস মহামারির মধ্যেই আসন্ন শীতে দুর্দশায় পতিত হতে পারেন দেশের বিভিন্ন স্থানের অসহায় মানুষের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে দেড় লাখ কম্বল দিয়েছে এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড।

এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে গণভবন থেকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের কাছ থেকে প্রধানমন্ত্রীর পক্ষে কম্বল গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।

এ সময় গত ১৮ মার্চ এক্সিম ব্যাংকের সব শাখার মুজিববর্ষ উদযাপনের আলোকচিত্র দিয়ে তৈরি একটি অ্যালবামও হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।