ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাটশিল্প রক্ষায় খুলনায় গণপদযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
পাটশিল্প রক্ষায় খুলনায় গণপদযাত্রা গণপদযাত্রায় শ্রমিকরা। ছবি: বাংলানিউজ

খুলনা: পাটকল রক্ষায় পাট, সুতা ও বস্ত্রকল সংগ্রাম পরিষদের উদ্যোগে খুলনায় শ্রমিকদের গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বন্ধ হওয়া ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকায়ন করে চালুসহ বিভিন্ন দাবিতে সারাদেশের পাটশিল্প এলাকায় গণপদযাত্রার অংশ হিসেবে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মহানগরীর ইস্টার্ন গেট এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। পরে সেটি খুলনা-যশোর মহাসড়ক হয়ে আফিলগেট ঘুরে ইস্টার্ন জুটমিলের প্রধান ফটকের সামনে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

পথসভায় সভাপতিত্ব করেন ওই মিল মজদুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ গাজী।

বক্তৃতা করেন সংগ্রাম পরিষদের খুলনা অঞ্চলের আহ্বায়ক হারুনুর রশিদ মল্লিক, ওয়ার্কার্সপার্টি ফুলতলা থানা সভাপতি সঞ্জিত রায়, খানজাহান আলী থানা সভাপতি আব্দুল সত্তার মোল্লা, শ্রমিক নেতা আব্দুর রশিদ, আমির সরদার, যুবনেতা  গৌতম কুণ্ডু, রেজওয়ান রাজা, শেখ এলাহী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।