ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অটিস্টিক বিষয়ক প্রতিষ্ঠানে থাকছে না সঞ্চয়পত্র কেনার সীমা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, ডিসেম্বর ১, ২০২০
অটিস্টিক বিষয়ক প্রতিষ্ঠানে থাকছে না সঞ্চয়পত্র কেনার সীমা

ঢাকা:  অটিস্টিক শিশু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা অথবা অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সঞ্চয়পত্রে সীমাহীন বিনিয়োগ করতে পারবে।   একমাত্র প্রতিষ্ঠান হিসেবে এই সুযোগ দিচ্ছে সরকার।

মঙ্গলবার (১ ডিসেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।  

এতে বলা হয়েছে, অটিস্টিক শিশুদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা অথবা অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান তিন মাস অন্তর মুনাফার সঞ্চয়পত্রের বিনিয়োগ করতে পারবে। তবে মুনাফার অর্থ উল্লেখিত প্রতিষ্ঠানে ব্যয় করার জন্য অবশ্যই জেলা সমাজসেবা অফিসের প্রত্যয়নপত্র ও অবগত করতে হবে।  

একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের জন্য সঞ্চয়পত্রে বিনিয়োগ করার কোনো সীমা থাকবে না। যতখুশি অর্থ বিনিয়োগ করতে পারবে।  

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।