বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্যিক কার্যক্রম ও পাসপোর্ট যাত্রী যাতায়াত পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে ৩টার দিকে তিনি বেনাপোলে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীরা।
বেনাপোল কাস্টমস সূত্রে জানা যায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি আরো গতিশীল করতে তিনি বেনাপোল কাস্টমস, বন্দর ও ইমিগ্রেশন পরিদর্শন করেন। এরপর তিনি বেনাপোল কাস্টমস হাউজের অডিটোরিয়ামে কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভা শেষে তিনি ভারতের পেট্রাপোল বন্দর পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তিনি সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাংলাদেশে ফিরে আসেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বিক্রম দোরাইস্বামী আমাদের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন। আমরা আমদানি-রফতানি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা জানিয়েছি। তিনি আমাদের সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা মনে করছি, তার এ সফরে এ বন্দর দিয়ে আমদানি-রফতানি আরও গতিশীল হবে।
এসময় বেনাপোলে তার সঙ্গে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, এডিশনাল কমিশনার ডক্টর মোহাম্মদ নিয়ামুল ইসলাম, বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল, বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব, বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট সাব-কমিটি চেয়ারম্যান মতিয়ার রহমানসহ কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
এসআই