ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআই টেক সি’র যাত্রা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
এফবিসিসিআই টেক সি’র যাত্রা শুরু

ঢাকা: স্টার্টআপের পরিচর্যা, ইমপ্যাক্ট টেক প্রেন্যুয়ার তৈরি, ডিজিটাল ইকো সিস্টেম তৈরি, সাধারণ মানুষের সামাজিক সমস্যার সমাধান ও উচ্চ প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা রাখতে প্রযুক্তি কেন্দ্র এফবিসিসিআই টেক সি’র যাত্রা শুরু হয়েছে।  

রোববার (৬ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আইকন টাওয়ারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫০ বছর পূর্তি উদযাপনকে সামনে রেখে এফবিসিসিআই এ উদ্যোগ নিয়েছে।

অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়ে সিএমএসএমই (কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ) ও স্টার্টাপের মতো ব্যবসায়িক উদ্যোগের ভিত্তি সুদৃঢ়করণের উদ্দেশ্য নিয়ে ‘এফবিসিসিআই টেক সি’র যাত্রা শুরু হয়।  

শিক্ষামন্ত্রী বলেন, আমি এ প্রকল্পের সাফল্য কামনা করছি। এফবিসিসিআইর সভাপতি দায়িত্ব গ্রহণের পর থেকে অনেকগুলো উদ্যোগ নিয়েছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি বিনিয়োগ নীতি সহজ করেছেন। এছাড়া অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, শেষ পর্যন্ত এফবিসিসিআই টেকনোলজি সেন্টার উদ্ধোধন করায় অভিনন্দন জানাই। ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধি ও নতুন কোম্পানি চালু করতে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নতুন নতুন উদ্ভাবন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, সাফল্য ও প্রতিযোগিতা নির্ভর করছে প্রযুক্তির ওপর।

প্রযুক্তির কল্যাণে বিকাশ বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। করোনা মহামারির মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ২৫০০ টাকা দেওয়া হয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে।

রাইড শেয়ারিং কোম্পানি জনপ্রিয় হয়েছে। আমরা দেশি কোম্পানি পাঠাওকে দেখছি তারা ১০০ মিলিয়নের বেশি বিদেশি বিনিয়োগ পেয়েছে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম বলেন, জাতি হিসেবে আমাদের ভবিষ্যৎ উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি, প্রবৃদ্ধি ও প্রতিযোগিতামূলক বাজারে সক্ষমতা নির্ভর করছে প্রযুক্তিখাতের বিকাশ ও উদ্ভাবনশীলতার ওপর। ডাটা নির্ভর উদ্ভাবন দেশজুড়ে ব্যবসায়িক উদ্যোগের সফলতার ভিত্তি। বিশ্বজুড়ে প্রযুক্তি রাজত্ব করলেও গতানুগতিক সংস্কৃতি ও অর্থনৈতিক খাতে এর ব্যবহার গ্রহণযোগ্যতা এবং ব্যবহার এখনও বেশ ধীর।

এফবিসিসিআইয়ের উপদেষ্টা সোনিয়া বশীর কবির বলেন, এফবিসিসিআই টেক সি স্টার্টআপ চালুর প্রস্তুতিমূলক প্রশিক্ষণ, এজি টেক (কৃষি প্রযুক্তি), ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস (ফিন টেক), মেড টেক (স্বাস্থ্য প্রযুক্তি), অ্যাড টেক (শিক্ষা প্রযুক্তি), ই-কমার্স, প্রান্তিক পর্যায়ে ব্রডব্যান্ড নির্ভর স্মার্টসিটি চালুসহ নানা বিষয়ে কাজ করবে। এ কেন্দ্র কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন, সাইবার নিরাপত্তা নিশ্চিত, ইন্টারনেট অব থিংস তৈরি, সরকারি-বেসরকারি খাতে ব্লকচেইন প্রযুক্তির আত্মীকরণ, ডাটা অ্যানালাইটিকস, মেশিন লার্নিং, অ্যাপালাইড স্কিলে দক্ষতা বাড়াতে সহায়তা করবে।

এফবিসিসিআই টেক সি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম,  এফবিসিসিসিআইয়ের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনায় ‘টেক সি’ নিয়ে প্রেজেন্টেশন দেন এফবিসিসিআইয়ের উপদেষ্টা সোনিয়া বশির কবির।  

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ইউনিভার্সিটি অব টরেন্টোর অন্টারিও ইনস্টিটিউট ফর স্টাডিজ ইন অ্যাডুকেশনের (ওআইএসই) এলিজাবেথ রিজ জনস্টোন, ওআইএসই'র কন্টিনিউইং অ্যান্ড প্রফেশনাল লার্নিংয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর (ইন্টারন্যাশনালাইজেশন অ্যান্ড ইনোভেশন) মাইকেল ক্যাসিডি, অ্যাক্সিলারেটিং এশিয়ার সহ-প্রতিষ্ঠাতা আমরা নাইডু ও ম্যাসাচুয়েট ইনস্টিটিউট অব টেকনোলোজির (এমআইটি) সিনিয়র অফিসার শ্যারন বর্ট। এতে সমাপনী বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এসই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।