ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটিজেন ব্যাংকের চূড়ান্ত অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
সিটিজেন ব্যাংকের চূড়ান্ত অনুমোদন ...

ঢাকা: সিটিজেন ব্যাংক নামে নতুন আরও একটি বেসরকারি খাতের ব্যাংক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।  

সোমবার (০৭ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটির কার্যক্রম পরিচালনার চূড়ান্ত অনুমতি দেওয়া হয়েছে।

 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম পর্ষদ সভা শেষে সাংবাদিকদের বলেন, ৫০০ কোটি টাকা পরিশোধিত মূলধনসহ প্রয়োজনীয় সব শর্ত পূরণ সাপেক্ষে সিটিজেন ব্যাংক লিমিটেডের কার্যক্রম পরিচালনার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।  

এখন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর জন্য সিটিজেন ব্যাংককে চিঠি পাঠাবে বাংলাদেশ ব্যাংক।  

এ নিয়ে দেশে মোট ব্যাংকের সংখ্যা দাঁড়ালো ৬১টিতে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানধীন ব্যাংকের সংখ্যা ৯টি এবং বেসরকারিখাতের ব্যাংকের সংখ্যা ৪২টি, বিদেশিখাতের ৯টি।  

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
এসই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।