ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খানা’স ফাস্টফুডের বার্ষিক সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
খানা’স ফাস্টফুডের বার্ষিক সম্মেলন ...

ঢাকা: ভোজন রসিকদের কাছে অন্যতম জনপ্রিয় ফাস্টফুড চেইন খানা’স এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী খাদ্য সেবা প্রসারের প্রত্যয় নিয়ে সম্প্রতি ঢাকার একটি বিলাসবহুল রিসোর্টে প্রতিষ্ঠানটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।


 
সম্মেলনে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

এসময় খানা’স এর পরিচালক (ডেভেলপমেন্ট) এহসান আহমেদ, পরিচালক (অপারেশন্স) শাহিন মাহমুদ, পরিচালক (ফিন্যান্স) রেদওয়ানুর রহমান এবং মানবসম্পদ বিভাগের প্রধান লুতফর রহমানসহ প্রমুখ কর্মকর্তারা বক্তব্য রাখেন।
 
২০১৫ সালে রাজধানীর বসুন্ধরায় একটি মাত্র আউটলেট দিয়ে যাত্রা শুরু করে খানা’স। যাত্রা শুরুর অল্পদিনের মাঝেই জনপ্রিয়তা পেতে শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে নিজেদের ১০টি শাখায় ১৫০ জনের বেশি দক্ষ জনশক্তির মাধ্যমে ঢাকার বিভিন্ন এলাকায় খাদ্যসেবা দিয়ে যাচ্ছে খানা’স।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এসএইচএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।