ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনআরবিসি ব্যাংকের পঞ্চগড় হাইওয়ে শাখার যাত্রা শুরু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এনআরবিসি ব্যাংকের পঞ্চগড় হাইওয়ে শাখার যাত্রা শুরু

ঢাকা: এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে পঞ্চগড়ের বোদায় শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম।  

রোববার (২০ ডিসেম্বর) এনআরবিসি ব্যাংকের পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ৮১তম শাখা কার্যক্রমের উদ্বোধন করেন বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আলম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান সুজা।  

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোদা বাজার বণিক সমিতির সভাপতি আজহার আলী ও ব্যবসায়ী মো. আব্দুল  হান্নান শেখ।

এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের পঞ্চগড় হাইওয়ে শাখার ব্যবস্থাপক মো. রাকিব উল হাসান, সম্মানিত গ্রাহক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে ভূমি রেজিস্ট্রেশন ফি, বিআরটিএ’র ফি আদায়, রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে। এছাড়া গ্রাহকের ব্যাংকিং কার্যক্রমকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে এনআরবিসি ব্যাংক নিয়ে এসেছে অ্যাপ সুবিধা ‘এনআরবিসি প্ল্যানেট’। এনআরবিসি প্ল্যানেট অ্যাপ ব্যবহার করে গ্রাহক সহজেই যেকোনো বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।