ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনের মতবিনিময়

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, জানুয়ারি ২৩, ২০২১
ইসলামী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনের মতবিনিময়

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম দক্ষিণ জোনের উদ্যোগে মতবিনিময় ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) কক্সবাজারের বেস্ট ওয়েস্টান হেরিটেজ হোটেলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ ও মো. মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শাব্বির, জিএম মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন।  

ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার অঞ্চলের সাতটি শাখার ব্যবস্থাপক ও গ্রাহকরা।

সমাবেশে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা দেশের উন্নয়নে প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ব্যাংকের বিনিয়োগ, রেমিট্যান্স, আমদানি, রপ্তানি সফলতার কথা উল্লেখ করে সাধারণ মানুষের ও গ্রাহকদের কল্যাণে নিয়োজিত থাকার জন্য উপস্থিত নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশনা দেন।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।