ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নো মাস্ক-নো সার্ভিস’ স্লোগান জোরদারকরণে ব্যাংকগুলোকে নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
নো মাস্ক-নো সার্ভিস’ স্লোগান জোরদারকরণে ব্যাংকগুলোকে নির্দেশ

ঢাকা: নো মাস্ক-নো সার্ভিস স্লোগান জোরদার করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৩১ জানুয়ারি) এবিষয়ে একটি সার্কুলার জারি করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/ প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার কর্তৃক সারাদেশে করোনা ভাইরাস এর বিস্তার রোধকল্পে ‘নো মাস্ক-নো সার্ভিস’ স্লোগান
জোরদার করার সিদ্ধান্তের প্রেক্ষিতে ‘নো মাস্ক-নো সার্ভিস’ স্লোগান বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে নির্দেশনা প্রদান করা যাচ্ছে। এ লক্ষ্যে আপনাদের ব্যাংকের প্রধান কার্যালয়, সকল শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট ও বুথসমূহের প্রবেশপথসহ সকল সার্ভিস পয়েন্ট-এ সহজে দৃশ্যমান হয় এরূপ স্থানে ‘নো মাস্ক-নো সার্ভিস’ স্লোগান প্রদর্শন নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এসই/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।