ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুবাইয়ে রোড শো নিয়ে বিএসইসির সংবাদ সম্মেলন মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
দুবাইয়ে রোড শো নিয়ে বিএসইসির সংবাদ সম্মেলন মঙ্গলবার

ঢাকা: প্রবাসী বাংলাদেশি ও বিদেশিদের বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী করার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে প্রথম ‘রোড শো’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে প্রথম ‘রোড শো’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আয়োজনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করবে বিএসইসি। ‘রোড শো’ এর উদ্দেশ্য ও প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও বলেন, মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ে বিএসইসির নিজস্ব কার্যালয়ের মাল্টিপারপাস হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি ৪ দিনব্যাপী প্রথম ‘রোড শো’ আয়োজন করা হবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।