ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইভ্যালিতে সিওও হিসেবে যোগ দিলেন তারিকুল কামরুল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, ফেব্রুয়ারি ৩, ২০২১
ইভ্যালিতে সিওও হিসেবে যোগ দিলেন  তারিকুল কামরুল

ঢাকা: সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে যোগ দিয়েছেন এইচ এম তারিকুল কামরুল।

তারিকুল কামরুল এর বহুজাতিক কোম্পানিসহ দেশের বৃহৎ কোম্পানিগুলোতে ১৭ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে।

ইভ্যালিতে যোগদানের আগে তিনি লিংক থ্রি টেকনোলজিস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রবি আজিয়াটা লিমিটেড, এমজিএইচ গ্রুপ, ট্রান্সকম লিমিটেড-এর মতো স্বনামধন্য প্রতিষ্ঠান গুলোতে সুনামের সঙ্গে তার কর্মজীবন অতিবাহিত করেছেন।

তারিকুল কামরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেছেন।

তিনি বাংলাদেশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও ডিজিটালাইজ করার জন্য ইভালির মাধ্যমে অনেক নতুন আকর্ষণীয় অ্যাপ ভিত্তিক সার্ভিস চালু করার সঙ্গে সঙ্গে ইভ্যালির ই-কমার্স ব্যবসায় প্রসারে গতি আনতে বিশেষ মনোনিবেশ করবেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।