ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা মহানগরে ওএমএসের আওতা বাড়লো ৪টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
ঢাকা মহানগরে ওএমএসের আওতা বাড়লো ৪টি প্রতীকী ছবি

ঢাকা: ঢাকা মহানগরে খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) আওতা বেড়েছে। গত ১ ফেব্রুয়ারি থেকে ওএমএসের আওতায় আরও ৪টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চাল বিক্রি করছে খাদ্য অধিদফতর।

ট্রাক প্রতি দৈনিক আরও তিন মেট্রিক টন করে ১২ টন চাল বিক্রি করা হচ্ছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা জানানো হয়, ওএমএস খাতে ঢাকা মহানগরে এ, বি, সি ক্যাটাগরিতে ১২৪টি বিক্রয়কেন্দ্রে দৈনিক এক থেকে দেড় টন আটা এবং এক টন চাল বিক্রি করা হয়। একইসঙ্গে শ্রমঘন চারটি জেলায় (ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর) মোট ১৪৭টি কেন্দ্রে দৈনিক দুই টন করে আটা এবং এক টন করে চাল বিক্রি করা হয়।

এছাড়া, অন্য বিভাগীয় ও জেলা শহরে মোট ৪৩২টি বিক্রয়কেন্দ্রে দৈনিক এক টন করে চাল এবং এক টন করে আটা বিক্রি হয়ে আসছে। ইনোভেশন কার্যক্রমের আওতায় সচিবালয়ে দৈনিক দুই টন এবং মতিঝিল ও আজিমপুর এলাকায় দৈনিক কেন্দ্র প্রতি এক টন করে প্যাকেট আটা বিক্রি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
জিসিজি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।