ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনআরবিসি ব্যাংকের সব শাখায় ইসলামী ব্যাংকিং সেবা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
এনআরবিসি ব্যাংকের সব শাখায় ইসলামী ব্যাংকিং সেবা

ঢাকা: এখন থেকে এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি) লিমিটেডের সব শাখা থেকে ইসলামী ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা।  

এনআরবিসি ব্যাংকের ‘আল আমিন’ ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে পরিচালিত এ সেবা ব্যাংকের দেশব্যাপী পরিচালিত সব শাখা থেকেই পাওয়া যাবে।

 

এনআরবিসি ব্যাংকের ৮৩টি শাখা, ৪০০টি উপ-শাখা, ৫৮৯টি এজেন্ট পয়েন্ট রয়েছে। ২০১৩ সালে এনআরবিসি ব্যাংক যাত্রা শুরু করে। ২০২০ সালের জানুয়ারি থেকে আটটি শাখায় ‘আল আমিন’ ইসলামিক ব্যাংকিং উইন্ডোর যাত্রা শুরু হয়।  

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, সব শ্রেণি-পেশার মানুষের অংশীদারিত্ব বাড়াতেই দেশব্যাপী সব শাখায় ইসলামী ব্যাংকিং সেবা চালু করা হচ্ছে।  

তিনি বলেন, ইসলামিক ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকের সাধারণ মানুষের আরও কাছে আসার সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।