ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক নিয়োগ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, ফেব্রুয়ারি ১২, ২০২১
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক নিয়োগ 

ঢাকা: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে প্রশাসক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থা (আইডিআরএ)।  

আইডিআরএ-এর সাবেক সদস্য সুলতান-উল আবেদনীনকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) একটি চিঠি পাঠানো হয়েছে আবেদীনকে।

প্রশাসকের মাসিক সম্মানী ধরা হয়েছে চার লাখ টাকা।  

বিমা আইন ২০১০ এর ৯৬ ধারার (১) উপ ধারার ক্ষমতা বলে তাকে নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।  

চিঠিতে বলা হয়েছে, চিঠিতে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদানের চার মাসের মধ্যে কোম্পানির সার্বিক বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে হবে আইডিআরএতে।  

কোম্পানির প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত নবী ও অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব রফিকুল ইসলামকে শিগগিরই কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হবে।  

এর কয়েকদিন আগে সংবাদ সম্মেলন করে আইডিআরএ-এর চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করেছে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
এসই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।