ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ১৪ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, ফেব্রুয়ারি ২৫, ২০২১
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ১৪ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি

ঢাকা: পুনঃঅর্থায়ন সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি সই হয়েছে।
 
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে ৯টি ব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল।

আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মো. সহিদুল ইসলাম, সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আন্তর্জাতিক বাজারে রপ্তানিমুখী শিল্পখাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও টেকসইতা অধিকতর বাড়াতে ‘রপ্তানি নীতি ২০১৮-২১’ এর আলোকে রপ্তানিমুখী শিল্পখাতের আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রযুক্তি উন্নয়ন তহবিল নামে এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এই তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা প্রাপ্তিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ৯টি বাণিজ্যিক ব্যাংক ও ৫টি আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি সই হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।