ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মার্কেন্টাইল ব্যাংকে আইসিটি সিকিউরিটি অ্যাওয়ারনেস বিষয়ে কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
মার্কেন্টাইল ব্যাংকে আইসিটি সিকিউরিটি অ্যাওয়ারনেস বিষয়ে কর্মশালা

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ‘আইসিটি সিকিউরিটি অ্যাওয়ারনেস’ শীর্ষক ভার্চ্যুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত এ প্রশিক্ষণে ব্যাংকের ৮৭ জন কর্মকর্তা অংশ নেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার ও এসইভিপি এ কে এম আতিকুর রহমান কোর্সের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ব্যাংকের সব স্তরে অভ্যন্তরীণ ও বহিস্থ আইটি সিকিউরিটি রিস্ক বিষয়ে সচেতন থাকতে প্রশিক্ষণার্থীদের নির্দেশনা দেন। এসময় মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক এবং আইসিটি সিকিউরিটি ইউনিটের প্রধান ও এভিপি মো. ফয়সাল হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।