ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাইম ব্যাংকের এমডি হিসেবে যোগ দিলেন হাসান ও. রশীদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, মার্চ ১৩, ২০২১
প্রাইম ব্যাংকের এমডি হিসেবে যোগ দিলেন হাসান ও. রশীদ হাসান ও. রশীদ

ঢাকা: প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন হাসান ও. রশীদ।   

শনিবার (১৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক জানায়, প্রাইম ব্যাংকে যোগদানের আগে রশীদ ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

আট বছর ইস্টার্ন ব্যাংকে কর্মরত অবস্থায় ব্যালেন্স শিট প্রবৃদ্ধি অর্জন ও ট্রান্সফর্মেশনের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এদিকে মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ আগে গেলো বছরের ৮ ডিসেম্বরের পর্ষদ সভায় পদত্যাগ করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাহেল আহমেদ।

প্রাইম ব্যাংক সূত্র জানায়, চলতি বছরের ১৩ ডিসেম্বর হিসেবে রাহেল আহমেদের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এমডি হিসেবে তার মেয়াদ না বাড়ানোর খবর পেয়ে তিনি আগেই পদত্যাগ করেছেন।

২০১৭ সালের ১৪ ডিসেম্বর প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন রাহেল আহমেদ। তার আগে তিনি প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এসই/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।