ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার শপথ বিজিএমইএ প্রার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩১, মার্চ ১৫, ২০২১
স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার শপথ বিজিএমইএ প্রার্থীদের

ঢাকা: পোশাক খাতের উন্নয়নে সব স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার শপথ নিয়েছেন বাংলাদেশ পোশাক রফতানিকারক ও মালিক সমিতি (বিজিএমইএ) নির্বাচনে ফোরাম মনোনীত প্রার্থীরা।

রোববার (১৪ মার্চ) রাতে রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু-তে আয়োজিত ফোরাম পর্ষদের পরিচিতি অনুষ্ঠানে এ শপথ নেন তারা।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স এ বি এম শামছুদ্দিন, বর্তমান বিজিএমইএ-এর প্রেসিডেন্ট ড. রুবানা হক ফোরামের প্যানেল সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকায় ফোরামের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন—আনোয়ার হোসেন চৌধুরী, মো. শিহাব উদ্দোজা চৌধুরী, ইনামুল হক খান বাবলু, ভিদিয়া অমৃত খান, মো. কামাল উদ্দিন, মাশিদ আর আব্দুল্লাহ, এম এ রহিম ফিরোজ, শাহ রাঈদ চৌধুরী, মিজানুর রহমান, খান মনিরুল আলম শুভ, এ এম মাহমুদুর রহমান, এ বি এম সামছুদ্দিন, নাফিস উদ দৌলা, আসিফ ইব্রাহিম, মজুমদার আরিফুর রহমান, তাহসিন উদ্দিন খান, নাভিদুল হক, ড. রুবানাহক, ড. রশিদ আহমেদ হোসাইনী, ইকবালহামিদ কোরাইশী আদনান, মাহমুদ হাসান খান বাবু, মো. রেজওয়ান সেলিম, ফয়সাল সামাদ, রানা লাইলা হাফিজ, মো. মেজবা উদ্দীন আলী ও নজরুল ইসলাম।

চট্টগ্রামে ফোরামের মনোনয়নপ্রাপ্তরা হলেন—মোহাম্মদ আতিক, মোহাম্মদআব্দুস সালাম, এমডি এম মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী, মুহাম্মদসাইফ উল্যাহ মানসুর, মীর্জা মো. আকবর আলী চৌধুরী, মোহাম্মদ দিদারুল আলম, রিয়াজ ওয়ায়েজ ও খন্দকার বেলায়েত হোসেন।

ফোরামের পক্ষ থেকে জানানো হয়, অভিজ্ঞ ও তরুণ উদ্যোক্তাদের সমন্বয়ে এবারের বিজিএমইএ নির্বাচনে প্যানেল গঠন করা হয়েছে। যারা নির্বাচিত হলে যেকোনো পরিস্থিতিতে বিজিএমইএ তথা বাংলাদেশের পোশাক খাতকে সমৃদ্ধির পথে নেতৃত্ব দিতে সক্ষম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোশাক শিল্প উদ্যোক্তা ও সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার, সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, বিজিএমইএ এর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, ফোরামের প্রেসিডেন্ট আনোয়ার-উল-আলম পারভেজ, প্রধান সমন্বয়ক বেনজীর আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।