ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মাস্ক পরে ব্যাংকে ঢোকা নিশ্চিত করার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
মাস্ক পরে ব্যাংকে ঢোকা নিশ্চিত করার নির্দেশ

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণে সৃষ্ট রোগ (কোভিড-১৯) রোধে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৩ মার্চ) বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে।



এতে বলা হয়েছে, সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার বিগত কয়েক মাসের তুলনায় কিছুটা বাড়ায় মন্ত্রিপরিষদ বিভাগ উদ্বেগ প্রকাশ করেছে। এ অবস্থায়, সংক্রমণের হার রোধে আপনাদের ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীদের আবশ্যকীয়ভাবে মাস্ক পরা নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যাংকগুলোকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া, শাখা/আঞ্চলিক পর্যায়ে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহক পর্যায়ে পরিপালিত হচ্ছে কিনা সে বিষয়ে মনিটরিং নিশ্চিত করার জন্যও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।